টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে মহাসড়কে বিক্ষোভ

0
13
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাসিন্দারা। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তির কয়েক শ বাসিন্দা বিক্ষোভ করেন।
পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্লোগান দেন তাঁরা। এ সময় ঢাকা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ১০ মিনিট অবস্থান শেষে বিক্ষুব্ধ বাসিন্দারা বস্তিতে ফিরে যান।
প্রায় ২০ বছর আগে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিসংলগ্ন ক্যাপরী সিনেমা হলের আশপাশে ঘর নির্মাণ করে বসবাস শুরু করে ভূমিহীন অর্ধশত পরিবার। গত ৬ জুলাই ওই জমিটির মালিকানা দাবি করে বস্তির পরিবারগুলোকে সরে যেতে বলেন সরকার শাহনূর ইসলাম রনি। উচ্ছেদের মৌখিক নোটিশ পেয়ে বস্তির বাসিন্দারা অনেকে ঘর অন্যত্র সরিয়ে নেন। এর মধ্যেই আজ কয়েক শ বস্তির বাসিন্দা তাঁদের ঘর পুনর্নির্মাণের দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, ‘২০০৪ সালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার মারা যান। ওই হত্যাকাণ্ডে করা মামলায় আমার বাবা নূরুল ইসলাম সরকারকে জড়িয়ে আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান মতি জায়গাটি দখল করে মাদকের আখড়া গড়ে তোলেন। ক্যাপরী সিনেমা হলসহ আশপাশের প্রায় তিন বিঘা জমি আমাদের। প্রায় ২০ বছর পর আমি জায়গাটি দখলমুক্ত করতে নোটিশ দিয়েছি। আমাদের জায়গার বাইরে গিয়ে বস্তির কোনো ঘর উচ্ছেদের নির্দেশ দিইনি।’
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিমের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here