ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, পুর্নবাসন ছাড়া বস্তি ভাঙ্গা চলবে না- এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ বস্তিবাসী।
এসময় বিক্ষোভ মিছিলটি স্থানীয় চেরাগআলী, বেক্সিমকো, স্কুইব রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে বালুমাঠ বস্তি এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। টঙ্গীর ১৯টি বস্তিবাসীর উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন থানা তৃণমূল জনসংগঠনের সহ-সভাপতি তাজুল ইসলাম শেখ কাজল, মো. সাদেকুল ইসলাম, মহল্লা কমিটির সভাপতি কাবিল কাজী, আব্দুর রশিদ, মো. ভাজন, তানিয়া বেগম, ফেরদৌসী বেগম, শিউলী বেগম, সুন্দরী বেগম, প্রমুখ।
বক্তারা বলেন, কাঠালদিয়া বস্তি, বালুর মাঠ বস্তি, নিশাত বস্তিসহ টঙ্গীতে ১৯টি বস্তি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বস্তিবাসীদের পুর্নবাসন না করে তাদেরকে উচ্ছেদ না করার নির্দেশ অমান্য করে একটি কুচক্রি মহল তাদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন অজুহাতে এই খেটে খাওয়া নিরিহ মানুষগুলোকে বস্তি থেকে উচ্ছেদ করতে পায়তারা চালাচ্ছে।