
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ফের বস্তি উচ্ছেদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বস্তিবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেন।
আজ রবিবার দুপুরে টঙ্গী চেরাগআলী এলাকায় টঙ্গী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধন শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে কয়কশত বস্তিবাসী বিক্ষোভ ও স্লোগান দেন।
বস্তির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বস্তির বাসিন্দারা উচ্ছেদ আতঙ্কে আছেন। যে কোন সময় ভেঙে দেবে বলে বস্তিবাসীকে জানিয়ে দিয়েছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের (ওসি) এমদাদুল হক বলেন, মানববন্ধন বস্তিবাসী রাস্তায় জড়ো হয়েছিলো।
