জাহাঙ্গীর আকন্দ : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকালে টঙ্গী থানা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহ্ উদ্দিন সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী কলেজ গেইট গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সালাহ্ উদ্দিন সরকার বলেন, একাদশ সংসদ নির্বাচন বাতিল ও পুর্ননির্বাচনের দাবীতে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এইদিনটি বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ভোট ডাকাতি করা হয়েছে। গণতন্ত্র হত্যা করে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। পৃথিবীর ইতিহাসে প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ব্যালট বাক্স পুর্ণ করে ক্ষমতা দখল করার নজির সৃষ্টি করা করেছে।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ইসমাইল হোসেন বসু, সরাফত হোসেন, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, শেখ মোহাম্মদ আলেক, মোমেন, নূর মোহাম্মদ, লিয়াকত আলী, থানা কৃষকদলের সভাপতি জাকির হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।