টঙ্গীতে বিক্ষুব্ধ জনতার থানা ভাংচুরের চেষ্টা

0
34
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। সোমবার দুপুরে উত্তেজিত জনতা থানা ঘেরাও করে। এ সময় তারা পুলিশ সদস্যদের উদ্দেশ্য ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে।
ক্ষুব্ধ জনতার রোষানল থেকে বাঁচতে পুলিশ মূলফটক তালাবদ্ধ করে থানা অভ্যন্তরে আত্মগোপনে থাকে। একপর্যায়ে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার থানায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

বিএনপি নেতা হাসান উদ্দিন সরকার

তিনি উত্তেজিত সবাইকে থানা প্রাঙ্গণ ছেড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গিয়ে আনন্দ মিছিলে যোগ দেওয়ার আহবান জানান। এ সময় হাসান উদ্দিন সরকার বলেন, আপনারা সবাই নিবৃত হোন, ধৈর্য ধারণ করুন। কোনো প্রকার বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করবেন না।
তিনি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, দেশে একধরনের লোক আছে যারা অপকর্ম করে আপনাদের ওপর দোষ চাপিয়েছে। দেশের নিরপরাধ আলেম-ওলামাকে মামলা মোকদ্দমা দিয়ে নিষ্ঠুরভাবে জেলে পুরে অমানুষিক নির্যাতন করা হয়েছে। নিরপরাধ ছাত্র-জনতাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই জালিম সরকারের পতনে আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। আপনারা চোখ কান খোলা রেখে চারদিকে খেয়াল রাখবেন। আওয়ামী লীগ সরকার যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রত্যেকটির বিচার এই বাংলার মাটিতে হবে। আপনারা সবাই শান্ত থাকুন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here