Daily Gazipur Online

টঙ্গীতে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে জাতির জনক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদানকারী বাংলাদেশ আ.লীগ থেকে বহিষ্কৃত ও বিতর্কিত মেয়র জাহাঙ্গীর আলমের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গাজীপুরের সর্বস্তরের জনগন।
আজ সোমবার বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর মধুমিতা রোড, ষ্টেশনরোড, টঙ্গী বাজার, চেরাগ আলী, গাজীপুরাসহ বিভিন্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, আ.লীগ নেতা সাদেক খান, যুবলীগ নেতা খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা দ্বীন মোহাম্মদ নীরব প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদানকারী বিএপি-জামাত এজেন্ট, বাংলাদেশ আ.লীগ থেকে বহিষ্কৃত ও বিতর্কিত মেয়র, নব্য মোস্তাক কুলাঙ্গার মেয়র জাহাঙ্গীর আলমের গ্রেফতার ও বিচার চাই।