

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানায়, টঙ্গী পূর্ব থানাধীন টিএন্ডটি কলোনি এলাকায় বিটিসিএলের গুদামঘরে রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) টঙ্গী গুদামের ইনচার্জ আবুল কালাম বলেন, ‘এই গুদামে এর আগেও বেশ কয়েকবার চুরি হয়েছে। গতকাল (বুধবার) ফের চুরি হয়। চুরি শেষে একদল চোর গুদামে আগুন লাগিয়ে দেয়। গুদামটিতে টেলিফোন লাইন সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, তামার তার, টেলিফোনে ব্যবহৃত অকেজো মালামাল মজুত ছিল। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই আমরা একটি মামলা দায়ের করব।’
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাজ্জাদুল করিম জোয়ার্দার বলেন, বিটিসিএলের গোডাউনের মালামালে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণ করেছি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
