
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী কামাড়পাড়া সড়কের মন্নু গেইট এলাকা থেকে বিদেশী পিস্তলসহ আসিফ ইসলাম জনিকে (৪২) গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জনি ঝিনাইদাহ সদরের আরাপপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।
জানা যায়, জনি মন্নুগেইট এলাকায় গুলিভর্তি ম্যাগজিনসহ বিদেশী পিস্তল নিয়ে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেহে তল্লাশী চালিয়ে ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানায় সোর্পদ করে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
