
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে জাতীয় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গীর আধুনিক চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ অনুষ্ঠান বুধবার সকালে টঙ্গীর কলাবাগান একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশনের সমবায় বিষয়ক সম্পাদক ও একতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো: সাদেক হোসেন খান। চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন টঙ্গীর আধুনিক চক্ষু হাসপাতালের সহকারী মেডিকেল অফিসার ডা: আবু কায়সার, মার্কেটিং অফিসার শামীমা আক্তার কনা, মাসুম বিল্লাহ হাওলাদার, কলাবাগান ইউনিট কুমিল্লা সমন্বয় পরিষদের সভাপতি মো: হান্নান মিয়া, আমিনুল হক এলেম, জয়নাল আবেদীন, মহিলা আওয়ামীলীগ নেত্রী সালেহা বেগম, যুবলীগ নেতা নূর মোহাম্মদ, মনির হোসেন, আব্দুর রাজ্জাক, শাহ আলম, দ্বীন ইসলাম, লোকমান মিয়া, সুমন তাজ, আসাদ মিয়া, আমির হোসেন প্রমুখ। ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ পেয়ে কলাবাগান বস্তির খেটে খাওয়া মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা বাংলাদেশ জাতীয় মানবকল্যাণ ফাউন্ডেশন যেন মানুষের কল্যাণেই কাজ করতে পারে এ আশাবাদ ব্যক্ত করেন।
