

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে— ১। মোঃ শহিদুল ইসলাম (৩১), পিতা—মোঃ জসিম উদ্দিন, সাং—৬নং বারোহাইন, হাজীগাঁও, চট্টগ্রাম, ২। মোঃ নাহিদ হাসান (২৩), পিতা—আব্দুর রউফ, সাং—শান্তিপাড়া, পত্নীতলা, নওগাঁ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, টঙ্গীর চেরাগআলী রোডস্থ পালপ্রিন্স এ্যাপারেলস গার্মেন্টসের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করিতেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা জানায় যে তাদের সহযোগী অপর মাদক ব্যবসায়ী গফুর ওরফে মুসলিম (৫০) পিতা—মৃত শাকের আহমেদ সাং—বরারচর, থানা—আনোয়ারা, জেলা— চট্টগ্রাম এর নিকট থেকে ইয়াবা ট্যাবলেট পাইকারিভাবে কিনে খুচরা হিসেবে বিক্রি করে থাকে। পলাতক মাদক ব্যবসায়ী গফুরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
আসামীদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা নং—০৬, তাং ০৪/১১/২০২২ খ্রীঃ, ধারা—২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ রুজু করা হয়েছে।
