
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গীতে ১৩ তলা একটি নির্মাণাধীন বিল্ডিং এর ছাঁদ থেকে পড়ে মশিউর রহমান (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর জামাই বাজার এলাকায় সূর্যদয় হাউজিং এর ১৩ তলা বিল্ডিং থেকে সেন্টারিং এর কাজ করতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মশিউর রহমানের গ্রামের বাড়ি রংপুর জেলার হারাগাছা থানার হারাগাছা গ্রামে।
