টঙ্গীতে ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৯তম জন্মবার্ষিকী উদযাপন

0
311
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ভাওয়াল বীর, প্রখ্যাত শ্রমিক নেতা, সাবেক সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে টঙ্গী থানা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ আহসান উল্লাহ মাস্টারের হায়দরাবাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। এছাড়াও বাদ জোহর বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লিটন উদ্দিন সরকারের উদ্যোগে সকাল থেকে কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আহসান উল্লাহ মাস্টারের স্নেহের ছোট ভাই, গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাওন সরকার, লিটন উদ্দিন সরকার, ৪৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ, হাজী আব্দুর রব মিয়া, ৫৫নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আব্দুল আলীম, ৫৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এম এম নাসির উদ্দিন, ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগ কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা কফিল উদ্দিন বেপারী, সেলিম খান, যুবলীগ নেতা ওমর ফারুক মিলন, শাহজাদা সেলিম লিটন, পলাশ মাহমুদ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে সকাল থেকে কোরআনখানি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মী হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল্লাহ মাস্টারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বিকেল ৪টায় গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বোর্ড বাজার মোল্লা কনভেনশন সেন্টারে শহীদ আহসান উল্লাহ মাস্টারের স্মরণে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here