টঙ্গীতে ভাতা স্থগিতের আশংকায় মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম পাঠান

0
279
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ভাতা স্থগিতের আংশকায় মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম পাঠান। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের আগরতলা ‘ইছামতি’ ও ‘গোমতি’ মুক্তিবাহিনীর ক্যাম্পে ট্রেনিং শেষে জীবনবাজি রেখে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। এছাড়াও তিনি ভারতের পঞ্চবটি ট্রেনিং সেন্টারে ট্রেনিং প্রাপ্ত হয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। সহায় সম্বলহীন বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা অসুস্থ স্ত্রী ও ২ ছেলে মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। গত ২০১৪ সাল থেকে নিয়মিত ভাতা পেয়ে আসলেও বর্তমানে তার মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত রয়েছে। ভাতা না পেলে তার স্ত্রী-সন্তান নিয়ে জীবন পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। সম্প্রতি তার সনদ ও গেজেট বাতিলের খবরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম পাঠান জানান, ১৯৭১ সালে তিনি আগরতলা ইছামতি ও গোমতি মুক্তিবাহিনীর ক্যাম্পে ট্রেনিং প্রাপ্ত হন। পরে ভারতের পঞ্চবটি ট্রেনিং সেন্টারে উন্নত ট্রেনিং নিয়ে মুক্তিবাহিনীর ইউনিয়ন কমান্ডার জামাল উদ্দিন, আব্দুল কাদির, রাজু ভূঁইয়া, নাছির ভূঁইয়া, শাহাবুদ্দিন পাঠান, জয়নাল পাঠানসহ ২১জন মহান মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেন। পরে ভারতীয় তালিকায় সকলের নাম তালিকাভূক্ত হলেও তিনিসহ দুইজন বাদ পড়ে যান। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে দালালের মাধ্যমে তার নাম তালিকাভূক্ত করেন এবং নিয়মিত ভাতা পেয়ে আসছেন। পরপর তিনবার যাচাই-বাছাইয়ের পরও তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণিত হন। সম্প্রতি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে তার সনদ ও গেজেট বাতিলের আশংকায় তিনি দুশ্চিন্তায় রয়েছেন।


তিনি আরও জানান, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যার খবর শুনে তিনি নরসিংদীর পলাশ থানার বাড়ারচর গ্রাম থেকে টঙ্গীতে চলে আসেন। তখন বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করার মতো কোন লোক ছিল না। পরে তিনি আহসান উল্লাহ মাস্টার ও বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিনের সরকারের স্মরনাপন্ন হন। একপর্যায়ে তিনি গাজীপুর জেলা বঙ্গবন্ধু পরিষদ গঠন করেন এবং এলাকার প্রভাবশালী ও গন্যমান্য লোকজনকে সংগঠনের সাথে জড়িত করেন। আওয়ামীলীগের সাথে জড়িত হয়ে বেশ কয়েকবার তিনি মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন।
তিনি জানান, দীর্ঘদিন যাবত তিনি নানা ধরনের জটিল রোগে ভুগছেন। এছাড়াও তার স্ত্রী হাজেরা খাতুন প্যারালাইসিস রোগে আক্রান্ত। কাজকর্মে অক্ষম মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম পাঠান অসুস্থ স্ত্রী ও ২ ছেলে-মেয়ে নিয়ে অর্থাভাবে অনাহারে-অর্ধাহারে দিনযাপন করছেন। এমতাবস্থায় মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ হলে তার জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে। তাই তার মানবিক বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে পলাশ থানার জিনারদি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন বলেন, নূরুল ইসলাম পাঠান আমাদের সাথে ভারতে মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছেন। আমরা ভারতের পঞ্চবটি ক্যাম্পে ট্রেনিং নিয়েছি। আর নূরুল ইসলামের বয়স কম হওয়ায় আর্মি ক্যাম্পে তাকে রাখেনি, তাই সে এমএল-এ ট্রেনিং নিয়েছে এবং দেশে এসে বিভিন্নস্থানে যুদ্ধে অংশগ্রহণ করেছে। নূরুল ইসলাম পাঠান এবং ফয়েজ প্রকৃত মুক্তিযোদ্ধা হওয়া সত্তে¡ও অবহেলার কারণে তালিকাভূক্ত হতে পারেনি। নূরুল ইসলাম টঙ্গী ও ফয়েজ মালয়েশিয়ায় থাকায় তাদের তথ্য সংযোজন সম্ভব হয়নি। তবে তারা প্রকৃতপক্ষেই ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং সম্মুখযুদ্ধে অংশগ্রহণকারী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here