টঙ্গীতে মদিনাপাড়া কল্যাণ কমিটি গঠন

0
102
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী ৪৫ নম্বর ওয়ার্ডের পূর্ব আরিচপুরস্থ মদিনাপাড়া কল্যাণ কমিটি গঠন । এটি একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন । কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়ন, সমাজিক কল্যাণ এবং মানবসেবায় অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে এই সংগঠনের নেতৃবৃন্দ। ২০২৪ সালের ১ ডিসেম্বর এলাকায় একটি বিশেষ বৈঠকে গঠিত হয় মদিনাপাড়া কল্যাণ কমিটি। ৩৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ এবং ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে। এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সচেতন নাগরিকদের সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির সভাপতি মো:মোশাররফ হোসেন ঢালী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, এবং সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল। নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। মদিনা পাড়া কল্যাণ কমিটি তাদের প্রথম উদ্যোগ হিসেবে এলাকার পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ নিতে যাচ্ছে। কমিটির সভাপতি মো: মোশাররফ হোসেন ঢালী বলেন,আমরা ময়লা সংগ্রহ ও নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা, সিটি কর্পোরেশনের সহযোগিতায় রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এবং জরুরি সেবামুলক বিশেষ বোর্ড স্থাপন করার পরিকল্পনা নিয়েছি। তিনি আরো বলেন কমিটি শিশু ও বয়স্কদের জন্য নিয়মিত টিকাদান, সাপ্তাহিক/মাসিক ফ্রি চিকিৎসা সেবা,রক্তদান কর্মসূচি এবং স্থানীয় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে। পাশাপাশি, এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন এবং মাদক ও ছিনতাই প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য কাজ করবে, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি, কমিটি যুবসমাজের জন্য ক্রীড়া প্রতিযোগিতা, শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়, স্থানীয় কর্মসংস্থানের সুযোগ,এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণও প্রদান করবে। এছাড়া, প্রত্যেকটি বাড়ির জন্য ডিজিটাল পরিচিতি কার্ড ও নাম্বার প্লেট স্থাপন করবে, যাতে এলাকার পরিচিতি ও সেবা আরো সহজ এবং দ্রুত হয়। মদিনা পাড়া কল্যাণ কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন:সিনিয়র সহ-সভাপতি: মোখলেসুর রহমান,সহ-সভাপতি: মামুন আল ফরিদ, আরমান আকবর বাবু,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: আব্দুল মান্নান মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক: সুমন আহম্মেদ,সহ-সাংগঠনিক সম্পাদক: খালিদুর রশিদ,কোষাধক্ষ: মেহেদী হাসান মুকুল,সহকারী কোষাধক্ষ: আরফান খান,দপ্তর সম্পাদক: আলাউদ্দিন,ধর্ম বিষয়ক সম্পাদক: মুতাসিম বিল্লাহ,শিক্ষা বিষয়ক সম্পাদক: রফিকুল হাসান উজ্জল,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: বখতিয়ার হোসেন,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: শরীফ আহমেদ বাবু,পরিবেশ ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক: জাহিদুল ইসলাম,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: রিপন মিয়া,পানি সম্পদ বিষয়ক সম্পাদক: জসিম মিয়া প্রমুখ। নবগঠিত কমিটি এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং সামাজিক কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করবে। তাদের লক্ষ্য এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়ন, মানবিক সহায়তা এবং একটি সুষম সমাজ গঠন করা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here