Daily Gazipur Online

টঙ্গীতে মরহুম আলহাজ্ব আমিন উদ্দিন সরকারের ৫ম মৃত্যুবার্ষিকী

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মরহুম  আলহাজ্ব আমিন উদ্দিন সরকারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকল মুসলিম উম্মাহর সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল শুক্রবার টঙ্গীর বড় দেওড়া হযরত শাহজালাল (রহ:) রোড, আহ্সান উল্লাহ্ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে মরহুমের সুযোগ্য সন্তান আরিফুল ইসলাম সরকার মিলন্টনের সভাপতিত্বে এবং  আলহাজ্ব মাহতাব উদ্দিন সরকার ইমনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার সাবেক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির আহবায়ক রাসেদুল ইসলাম কিরন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মোতালেব হোসেন, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, গাছা থানা বিএনপির আহবায়ক মনিরুল ইসলাম বাবুল, কোনা বাড়ী থানা বিএনপির আহবায়ক রবিউল ইসলাম রবি, গাছা থানা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খান, কোনবাড়ী থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুন প্রমুখ। আলোচনা সভা শেষে মরহুম  আলহাজ্ব আমিন উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।