টঙ্গীতে মহিলা পরিষদ উদ্যোগে নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা

0
205
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা রোববার নতুন বাজার রেলওয়ে কিন্ডারগার্টেন মিলনায়তনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার সভাপতি আনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহান আরা বেগমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন টঙ্গী আঞ্চলিক শ্রমিকলীগ নেতা মো: মফিজুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন টঙ্গী সাংগঠনিক থানার সাধারণ সম্পাদক কামরুজ্জামান হেলাল, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূর জাহান বেগম, আন্দোলন সম্পাদক রিতা বহ্ম, সদস্য মেহেরুন নেছা সিমা, এনজিও সংগঠন নবলোক ইসমত আরা বেগম, খুুসবা আক্তার, শামীমা আক্তার, জাহাঙ্গীর আহমেদ প্রমুখ। মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী জেলা শাখার সভাপতি আনোয়ারা বেগম বলেন, ১৮৫৭ সালে ৮ই মার্চ মুজুরী বৈষম্য, কর্মঘন্টা নির্ধারণ করা এবং কর্মক্ষেত্রে বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল নারী শ্রমিক। এতে ক্ষিপ্ত হয়ে তাদের উপর দমনপীড়ন চালায় মালিক পক্ষ। নানা ঘটনার পর ১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নারী নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম সম্মেলন হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সাল থেকে জাতি সংঘ এই দিনটি নারী দিবস হিসাবে পালিত হয়। প্রতিদিনই নারীর প্রতি সহিংসতা, নির্যাতন ও হয়রানীসহ নানান ধরনের খবর আসে। বিশ^জুড়ে নারীর অগ্রগতি ও মর্যাদা অর্জনের লক্ষ্যে অনেক পথ পাড়ী দেয়ার বাকী। রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা নির্বিশেষে মানুষ হিসাবে নারীর মর্যাদা প্রতিষ্ঠার দাবী তাই সর্বজনীন। নারীর প্রতি সবধরনের বৈষম্য ও অন্যায় অবিচারের অবসান ঘটার সম অংশীদারিত্বের সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নারী এগিয়ে চলা আরও বেগবান হবে। এটাই নারী দিবসের প্রত্যাশা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here