

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় দেড় বছর বয়সি এক শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার বিকাল ৫টার দিকে মাইশা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত শিশুর নাম লোকনাথ। সে টঙ্গীর পাগাড় এলাকার হরেন চন্দ্র বর্মণের ছেলে। ঘটনার পর মৃত ওই শিশুর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর চালাতে চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার বিকালে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হলে শিশু লোকনাথকে নিয়ে তার মা আসেন ওই হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এ সময় প্রায় দুই ঘণ্টা হাসপাতালে চিকিৎসাহীন অবস্থায় থেকে বিকাল ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়। মৃত্যুর খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে রোগীর স্বজনদের হাসপাতালে ভিড় জমান। টঙ্গী পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক আল মামুন ঘটনাটির বিষয়ে নিশ্চিত করেছেন। শিশুটির মা বেবি বর্মণ বলেন, আমার ছেলের শ্বাসকষ্ট হচ্ছিল। বিকালে ৩টায় হাসপাতালে ভতি করে কোনো চিকিৎসা দেয়নি। শুধু ডাক্তার আসছেন বলে কালক্ষেপণ করেন। পরে বিকাল ৫টার দিকে আমার ছেলে মারা যায়। আমি মামলা করব। হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসান মাহমুদ বলেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শিশুটিকে ভর্তি করা হয়। আমরা অক্সিজেন দিয়েছিলাম। শিশু বিশেষজ্ঞ ডা. শাকিলা শারমিনের জন্য অপেক্ষা করছিলাম। মাইশা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মতিউর রহমান বলেন, এটা আমাদের কোনো ভুল নয়। আমরা অক্সিজেন দিয়েছিলাম। শিশু বিশেষজ্ঞ আসার আগেই শিশুটির মৃত্যু হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
