

জাহাঙ্গীর আকন্দ: গাজীপুরের টঙ্গীতে মাদরাসাতুল ইসলাহ টঙ্গী শাখার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বাদ মাগরিব নগরীর মাছিমপুর চান্দা এলাকার মাদ্রসা প্রাঙ্গনে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
উত্তরা জামিয়াতুস সাহাবা মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর মাওলানা রুহুল আমিন খাঁন উজানী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ সোহেল সরকার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল হাবিব কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আল আমিন সাঈফী।
প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত ছিলেন জামিয়া গাফুরিয়া মাখজানুল উলুম মাদ্রসার মুহতামিম মুফতি হাফিজুল্লাহ কাসেমী, জামিয়া এমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মনিরুল ইসলাম গাজীপুরী।
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, ঐশীস্বর এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি ওমর ফারুক সাহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিন জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ হাসিবুল আলম, বিশিষ্ট সমাজ সেবক ও ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ হাসান উদ্দিন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব।
