Daily Gazipur Online

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই বিতরন

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীর নিশাত মহল্লা এলাকার বাইতুল হাদী জামে মসজিদ ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই ও খাবার বিতরণ করেন ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী হাসান উদ্দিন।
রবিবার ২০শে ফেব্রুয়ারি সকালে হাজী হাসান উদ্দিন এর উদ্যোগে এই আয়োজন করা হয়। এসময় মাদ্রাসার ৩১জন শিশু শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই ও খাবার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাইতুল হাদী জামে মসজিদ ও মাদ্রাসার প্রধান পরিচালক মুফতী আবু হানিফ, আওয়ামী লীগ নেতা বাচ্চু মিয়া, শাহ আলম কিরন, ৫৫ নং ওয়ার্ড ছাত্রীগের সহ- সভাপতি পারভেজ ঢালী, সাধারণ সম্পাদক ইব্রাহিম সানি, যুবলীগের নেতা আবু সাইদ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৫৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ নুরনবী ও রাকিব হোসেন প্রমূখ।
হাজী হাসান উদ্দিন বলেন, টঙ্গীর নিশাত মহল্লার বাইতুল হাদী জামে মসজিদ ও মাদ্রাসাটি অনেক অবহেলিত। তাই আমি ব্যাক্তিগত উদ্যোগে মাদ্রাসার ৩১ জন শিশু শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় বই ও খাবার বিতরণ করেছি। এবং ভবিষ্যতে যেকোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করলে আমি এই প্রতিষ্টানের পাশে থাকবো ইনশাআল্লাহ।