
ডেইলি গাজীপুর প্রতিবেদক : রবিবার টঙ্গীর চেরাগআলীর ইউসুফ মার্কেটে এক অগ্নিকান্ডের ঘটনায় ৭ টি দোকান পুড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপত্র আতিকুর রহমান জানান, মার্কেটের চালে ওয়েল্ডিং করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরপন করা যায়নি। মার্কেট কমিটির সভাপতি আরাফাত আলী জানান, পার্শ্ববর্তী বাড়ির পানির ট্যাংকে থাকা পানি ছিটিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে ঘন্টাখানের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পূর্ব মুহুর্তে মার্কেটের চালের মেরামত কাজে ওয়েল্ডিং এর কাজ চলছিল। এ সময় মার্কেটের ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার ফোমের গোডাউনে আগুন লাগে। গোডাউন থেকে মুহুর্তে মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় হাজার হাজার উৎসুক জনতা ঘটনাস্থলে ভীড় জমায় এবং অনেকে আগুন নেভানোর কাজে সহায়তা করে। আগুনের ভয়াবহতায় আশপাশের মার্কেট গুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দ্রুত আগুন নেভানোর ফলে মার্কেটটি বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
