নাসির উদ্দীন বুলবুল: গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট, ঢাকা-রাজশাহী,ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলে সিডিউল বিপর্যয় হয়েছে।
আজ বুধবার ভোর সাড়ে ০৪টার দিকে ট্রেন লাইনচ্যুত হয় বলে জানান টঙ্গী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম।
তিনি জানান,ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটি টঙ্গী স্টেশনের আউটারে মধুমিতা রেলগেইট এলাকায় পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়।এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট, ঢাকা-রাজশাহী,ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলে সিডিউল বিপর্যয় হয়েছে। এখন শুধু সিঙ্গেল লাইনে ( এক লাইনে) ঢাকা থেকে টঙ্গী রেল চলাচল করছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্টেশন মাস্টার আরও জানান,ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই ঘটনাস্থলের উদ্দেশে উদ্ধারকারী ট্রেন পাঠানো হবে।
টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত: যাত্রীবাহী ট্রেনের সিডিউল বিপর্যয়
