
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে কয়েকদিন যাবত জয় এর নামে মিথ্যা মামলা ও বিভিন্ন পত্রপত্রিকায় মামলার ভিত্তিতে সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে টঙ্গী পূর্ব থানার গেইট এলাকায় জয় এর বাবা ফিরোজ মোল্লা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।
জয় এর বাবা ফিরোজ মোল্লা জানান, আমি ছেলে সন্তান নিয়ে আমার নিজ বাড়ি গোপালপুর সাতরং মিল ২নং গেটের থেকে ছেলে জয়কে তিতুমির কলেজে হিসাব বিজ্ঞানের পড়ালেখা করিতেছি। লেখাপড়ার পাশাপাশি জয়ম এলাকার কিছু খারাব ছেলেদের সাথে মিশে একাধিক মিথ্যা মামলায় জরিয়ে পরে। উপরোক্ত ঘটনার ভিত্তিতে আমার ছেলে জয় এর বিরুদ্ধে পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হয়। উপরোক্ত ঘটনার সঙ্গে আমার ছেলে জয় কোনক্রমে জরিত নহে। জয় তিতুমির কলেজের ছাত্রলীগের সঙ্গে জড়িত এবং বর্তমানে এলাকায় জয় একজন সৎ নিষ্ঠাবান হিসেবে পরিচিত আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাই।
