ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে শনিবার সকাল ১০টায় ঈদ উৎসব কে প্রতিবন্ধি ও হত দরিদ্রদের মাঝে ঈদ আনন্দকে বিলিয়ে দিতে কারক ওপেন রোভার ও গার্ল-ইন রোভার স্কাউট গ্রুপ আয়োজন করে মেহেদী উৎসব। শিশু কিশোর ও বিভিন্ন বয়সের ৪ শতাধিক ব্যক্তিকে হাতে মেহেদী পড়িয়ে দেন সংগঠনের সদস্যরা । এ সময় উপস্থিত ছিলেন দলের গ্রæপ সম্পাদক উজ্জল লস্কর, সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাংগঠনিক সম্পাদক শাহজাহান শোভন, গার্ল-ইন রোভার স্কাউট লিডার মোমেনা সরকার, তানজিলা খানম লাকি, রোভার রাকিব, তুষার, সাইফা, মম প্রমুখ ।