
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকার হাজী কেরামত আলী সুপার মার্কেটে গতকাল বুধবার রাতে মালা টেলিকম নামে একটি মোবাইল ফোনের দোকানে রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরদল মোবাইল ফোনসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নেয়।
দোকান মালিক সাইফুল ইসলাম জানান, বুধবার রাত ৯টায় তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় দোকান খুলতে এসে দেখেন দরজায় নতুন তালা লাগানো। এতে তার সন্দেহ হলে তিনি আশপাশের দোকানদারদের সহায়তায় তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে দেখেন সবকিছু তছনছ করা। চোরেরদল দোকানে রক্ষিত স্যামসাং, ভিভো, অপ্পো, টেকনো, শাওমি, সিম্ফুনি, হাওয়াই, লাভা, ওয়ালটন, আইটেলসহ বিভিন্ন কোম্পানী প্রায় ৪০লাখ টাকার মোবাইল ফোন লুটে নিয়েছে। এমনকি দোকানের সিসিটিভির হার্ডডিক্সও খুলে নিয়ে গেছে। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোকান কর্তৃপক্ষ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও চোরদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
