টঙ্গীতে যাত্রী ছাউনি নির্মাণের সময় নিচে পড়ে শ্রমিকের মৃত্যু

0
62
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে রেলওয়ে স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণের সময় পড়ে গিয়ে মিজানুর রহমান (৩১) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল সকাল ৮টার দিকে রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ওই শ্রমিকের বাবার নাম শহীদ মিয়া তার বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা এলাকায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, মিজানুর রহমান একজন নির্মাণ শ্রমিক। তিনি টঙ্গী রেলওয়ে স্টেশনে যাত্রী ছাউনি নির্মাণের কাজ করতেন। মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিকের সঙ্গে মিজানুর ওই যাত্রী ছাউনির কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত কাজ করতে গিয়ে যাত্রী ছাউনির উপর থেকে নীচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসারত অবস্থায় সকাল নয়টার দিকে তাঁর মৃত্যু হয়।টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশে ইনচার্জ (এসআই) ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here