

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে মোশারফ হোসেন (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টায় পাগার ফরিদ খান রোডের বিবি মরিয়ম স্কুলের পিছন থেকে লাশটি গলাকাটা অবস্থায় উদ্ধর কর হয়।
নিহত নাম মোশারফ। টঙ্গীতে বসবাস করতেন বলে পুলিশ জানান। তার পরনে ছিল জিন্সের প্যান্ট, হাফ হাতার গেঞ্জি।
টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, শুক্রবার রাত ১২ টার পর থেকে ভোর রাতের মধ্যে দুর্বৃত্তরা এই যুবকে জবাই করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন এই যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয় । খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, যুবককে গলা কেটে হত্যা করার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
