টঙ্গীতে যুবকের লাশ উদ্ধার, আটক ২

0
116
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল নয়টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা নুরুল ইসলাম এর বাড়ির সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মোঃ রাকিব (২০)। তিনি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সাদাপুর গ্রামের মোঃ শেখ খলিলুর রহমানের ছেলে। তিনি বর্তমানে টঙ্গীর মুদাফা এলাকার নুরুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া। নিহত রাকিব টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা মাদ্রাসা মার্কেট এলাকায় টি.কে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কারখানায় কর্মরত ছিলেন।
আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার বাহাদুরপুর গ্রামের আসলাম খানের ছেলে মোঃ শাহেদ (১৮) ও একই জেলার মনসের খারগাড়া গ্রামের আয়নাল শেখের ছেলে মোঃ ইমরান হোসেন (১৭)।
স্থানীয়রা জানায়, শুক্রবার নুরুল ইসলাম এর বাড়ি ভিতরে ঢোকার কাঁচা রাস্তার উপর লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা টঙ্গী পশ্চিম থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, এঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here