Daily Gazipur Online

টঙ্গীতে যুবদলের সাত নেতাকর্মী আটক

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে মিছিল করার সময় যুবদলের সাত নেতাকর্মীকে আটক করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করে পুলিশ।আটককৃতদের মধ্যে যুবদলকর্মী মাহবুব ও রবি উরফে রাব্বীর নাম প্রকাশ করেছে পুলিশ। বাকিদের নাম পুলিশ প্রকাশ করেনি।
জানা যায়, কোটাবিরোধী আন্দোলনের সমর্থনে টঙ্গীর চেরাগ আলী এলাকায় মিছিল বের করেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাতজন যুবদলকর্মীকে আটক করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, মিছিলের চেষ্টা করায় যুবদলের সাতজনকে আটক করা হয়েছে।