
ডেইলি গাজীপুর প্রতিবেদক: “জিরো ওয়েস্ট” স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও সুইস রেডক্রসের আর্থিক ও কারীগরি সহায়তায় টঙ্গীর এরশাদনগর টি.ডি.এইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্লাস্টিক ব্যাংক স্থাপনের শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুইস রেডক্রসের ডেপুটি হেড অব ডেলিগেশন সঞ্জিব বিশ্বাস সঞ্জয়, কনসালটেন্ট ডাঃ সঞ্জয় কুমার, প্রকল্প ব্যবস্থাপক কমলেন্দু দাস, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আরবান এমপাওয়ারমেন্ট এন্ড রেজিলিয়েন্স প্রকল্পের ব্যবস্থাপক এ.টি.এম রফিকুল ইসলাম প্রমুখ। অপরদিকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ও সুইস রেডক্রসের আর্থিক সহায়তায় ও স্থানীয় ওর্য়াড কাউন্সিলরের তত্বাবধানে পরিচালিত শিশু ডে-কেয়ার সেন্টারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়।
