

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগরীর টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে ৯জন চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। সোমবার রাতে র্যাব সদস্যরা এই তথ্য জানায়।
আটকৃতরা হলো- মো. শাওন (২৬), মো. শামিম (২১), মো. বিল্লাল হোসেন (১৮), মো. সুমন (১৯), মিনারুল (২৭), রুবেল (২৩), মো. রানা (২৫), মো. রাশেদ (২৫) ও মো. সুজন (২১)।
র্যাব জানায়, গত ১৫ ডিসেম্বর মাজার বস্তিতে মাদক সম্রাট রবিউল ইসলাম বাবু ওরফে (কিং বাবু) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদক সম্রাজ্ঞী লাইলীর গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হন। উক্ত ঘটনায় র্যাব-১ তাদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক এবং একটি গ্যাস গানের কার্তুজ উদ্ধার করে।
এছাড়াও নগদ অর্থ-৮৪,৫১০/- টাকা মার্কিন ডলার-১৮টি, ম্যাজিক মোমেন্ট-২ বোতল (প্রতিটি ৭৫০ মি. লি.), চিভাস-১ লিটার, বিয়ার-৬৬০গ্রাম, হিরোইন-৪৪ পুরিয়া, চাকু-৩টি, ছুরি-৪টি, কাচি-৭টি, রাম দা-১৫টি হাতুড়ি-০১টি, বাডাল-০১টি, প্লাস-০১টি, সিসি ক্যামেরা-৫টি, গ্যাসগ্যান সেল-১টি, মোবাইল ফোন-২টি ও ঘড়ি-১টি উদ্ধার করা হয়। র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (অপস এন্ড মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
