
ডেইলি গাজীপুর প্রতিবেদক : কঠোর লকডাউন অমান্য করে টঙ্গীতে মঙ্গলবার দুপুরে বিয়ের আয়োজন করায় গাজীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট কনের বাবাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেছে।
এলাকার লোকজন জানায়, টঙ্গীর গাজীপুরা সুমন মার্কেট চন্দ্রিমা হাউজ কাজী শহীদুর রহমানের বাড়ীতে তার মেয়ের বিয়ের আয়োজন করে। খবর পেয়ে গাজীপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছির এলাহি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কনের বাবা কাজী শহীদুর রহমানকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করে। টঙ্গী পূর্ব থানার এসআই রাকিব হাসান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
