টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার টি -১০ নাইট মিনি ক্রিকেটলীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
303
728×90 Banner

মোঃ শাহজালাল দেওয়ান : গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ড অন্তর্গত লিলি ফুড এলাকায় রবিবার রাতে টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার টি -১০ নাইট ক্রিকেটলীগের ফাইনাল খেলা এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার ক্রীড়া সমাজ কল্যান কার্যালয়ের উদ্ধোধন করা হয়েছে । সংগঠনের সভাপতি মোঃ সোহাগ আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলা এবং কার্যালয় উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান আতিথী হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মতিউর রহমান মতি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হুমায়রা রহমান এ্যনি,টঙ্গী থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন মনি সরকার,বিশিষ্ঠ ব্যাবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান, গাজীপুর মহানগরের আওয়ামীলী মহিলালীগের যুগ্ন আহবায়ক নাজমা হোসেন,৪৩,৪৪,৪৫ নং ওয়ার্ডেও মহিলা কাউন্সিলর ঢেরদৌসি জামান ফিরু। টঙ্গী থানা যুবলীগ নেতা কামাল হোসেন,লিটন উদ্দিন সরকার,শহীদ আহসান উল্লাহ মাস্টার টি -১০ নাইট মিনি ক্রিকেটলীগের ফাইনাল খেলায় বিজয়ী দল ষ্টার অফ ইস্ট আরিচপুর কে ১০,০০০ টাকার প্রাইজ মানি ট্রফি এবং রানারআপ দল ওয়ান ইলাভেনকে ৫০০০ টাকার প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাবু,হানিফ,আরিফ,পলাশ,রাজিব,টুটুল,রকিব আহম্মেদ,রুবেল,সুমন,উজ্বল তানভির ও সোহেল প্রমুখ।
পুরস্কার বিতরনের পর শহীদ আহসান উল্লাহ মাস্টার ক্রীড়া সমাজ কল্যানের কার্যালয়ে কেইক কেটে এক আনন্দঘন মুহুর্তে সাধারণ সম্পাদক আলাউদ্দিনের জন্মদিন পালন করা হয় ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here