Daily Gazipur Online

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপির ১৫ তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল

ডেইলি গাজীপুর প্রতিবেদক: পড়িলে বই আলোকিত হই,না পড়িলে বই অন্ধকারে রই এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগর বীরমুক্তিযেদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার আদর্শ পাঠাগারের উদ্যোগে, ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি, ১৫ তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে শুক্রবার এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। শহীদ আহসান উল্লাহ মাস্টার আদর্শ পাঠাগারের সভাপতি গাজীপুর সিটি করপোরেশনের ৪৯নং ওয়াড কাউন্সিলর, মোঃ ফারুক আহম্মেদের সভাপতিত্বে এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক বিপ্লব সরদাররের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়বিদ মজিবর রহমান মাস্টার,টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইমান হোসেন,সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জীবন দাশ,যুবলীগ নেতা আবু আলম,স্বেচ্ছাসেবক নেতা আমির হোসেন, মাইনুল ইসলাম সুমন,৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান দেওয়ান,ইমরান ফয়সাল,আলাউদ্দিন প্রমুখ। শহীদ আহসান উল্লাহ মাস্টার আদর্শ পাঠাগারের সাধারণ বিপ্লব সরদার তার বক্তব্যে বলেন ২০১৫ সালে আমরা কিছু যুবক ও ছাত্ররা মিলে এ পাঠাগারটি প্রতিষ্ঠা করেছি এই পাঠাগারের প্রধান উপদেষ্টা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল।
উল্লেখ্য, ২০০৪ সালের সাত মে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গাজীপুরের সংসদ সদস্য শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার টঙ্গীর নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন।