
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ১৭আগস্ট সোমবার, টঙ্গীর খ্যাতনামা সমাজকর্মী, শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সালামত উল্যাহ মাস্টারের ৭ম মৃত্যুবার্ষিকী দিনব্যাপি নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। মরহুমের পরিবারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় মরহুমের মৃত্যুবার্ষিকী পালন করেছে। সালামত উল্যাহ মাস্টার মেমোরিয়াল ট্রাস্ট, মোস্তফা জামান ফাউন্ডেশন, জামান মেমোরিয়াল একাডেমির কর্মসূচীর মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কোরআনখানি, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।
সালামত উল্যাহ মাস্টার মেমোরিয়াল ট্রাস্ট ও জামান মেমোরিয়াল একাডেমি দুপুরে জামান মেমোরিয়াল একাডেমিতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। মরহুমের সন্তান, ট্রাস্টের চেয়ারম্যান ও জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি, সাবেক ছাত্রনেতা মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল, টঙ্গী থানা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন দুদু, মজিবুর রহমান মাস্টার, সমাজকর্মী আলহাজ হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, ডাঃ নয়ন পাটোয়ারি, নাট্যজন সাংবাদিক শাহজাহান শোভন, আওয়ামী লীগ নেতা হাজী হোসেন উদ্দিন, জাহাঙ্গীর আলম ভেন্ডার, টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সভাপতি হাজী মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল হক জিহাদি, সহ সভাপতি আঃ সালাম মাতবর, বিএনপি নেতা হাজী গোলাম কুদ্দুস মোল্লা, রিয়াজ উদ্দিন বেপারী, সমাজকর্মী জালাল উদ্দিন, হাজী দানেশ মিয়া, মিজানুর রহমান, মোজাম্মেল হক, মোশাররফ হোসেন, আহম্মদ উল্লাহ পলাশ, জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য সাহিদা আকতার, ডাঃ রুহুল আমিন, অধ্যক্ষ নুসরাত জাহান, সহকারী প্রধান শিক্ষক সালাউদ্দিন খোকন প্রমুখ। এদিকে বড় দেওড়া বায়তুন নূর জামে মসজিদে বাদ আসর মরহুমের পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
