টঙ্গীতে শিক্ষার্থীদের মাঝে অসংক্রামক রোগ বিষয়ক সচেতনতামূলক সেমিনার

0
278
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বৃহস্পতিবার দুপুরে গ্লোবাল পাবলিক হেলথ রিসার্চ ফাউন্ডেশন এর উদ্যোগে অসংক্রামক রোগ বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রিসার্চ ফাউন্ডেশনের উপ-পরিচালক জাহানারা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, ডা: আবদুল আহাদ, এসকেএম নজরুল ইসলাম, আবদুল বারী, গবেষক শারমিন কাজী বন্নি প্রমূখ।
বক্তারা বলেন, ডায়াবেটিস, হার্টের রোগ, ফুসফুস, উচ্চরক্তচাপ ও ক্যান্সার অসংক্রামক রোগ হলেও সচেতনতার অভাবে মানুষ অকালে মৃত্যুবরণ করে। বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী প্রতি বছর গড়ে হৃদরোগে ১৭.৯ মিলিয়ন, ক্যান্সারে ৯.০ মিলিয়ন, শ্বাসযন্ত্রের রোগে ৩.৯ মিলিয়ন এবং ডায়াবেটিসে ১.৬ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here