টঙ্গীতে শিল্পকারখানার উৎপাদন কার্যক্রম চলছে স্বাভাবিক

0
35
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুর মহানগরীর টঙ্গীতে আজ শনিবার সকাল থেকে বেশিরভাগ কারখানায় উৎপাদন কার্যক্রম ছিল স্বাভাবিক। সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর অভিযানের কারণে শ্রমিক বিক্ষোভের কোন খবর পাওয়া যায়নি। মহানগরীর বিভিন্ন পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত আছে। সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে পোশাককর্মীরা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন।
এদিকে কারখানার নিরাপত্তা রক্ষায় নিজস্ব কর্মী ছাড়াও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। বিশেষ পরিস্থিতি তৈরি হলে সেনা সদস্যরাও দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছেন। গত সপ্তাহে মহানগরীর বেশ কিছু কারখানায় বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে আসছিল। এর ফলে থমথমে অবস্থা বিরাজ করে শিল্প-নগরীতে। চলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। এতে বেশ কিছু কারখানা সাধারণ ছুটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত কোথাও শ্রমিক অসন্তোষ ও কারখানা বন্ধের খবর পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ সারওয়ার আলম জানান, গাজীপুরে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নতুন আর কোথাও শ্রমিক অসন্তোষের কোনো খবর আসেনি। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের তথ্যমতে, পুরো জেলায় সব মিলিয়ে নিবন্ধিত কারখানা রয়েছে ২ হাজার ৬৩৩টি। এর বাইরে অনিবন্ধিত কারখানা রয়েছে প্রায় ৪/৫শতাধিক। এসব কারখানায় প্রায় ২২ লাখ শ্রমিক কাজ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here