ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ৯ বছরের শিশু ধর্ষণের মামলার পলাতক আসামি রুহুল আমিনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১ ও ১০ এর সদস্যরা।
শুক্রবার (২১ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার বিকালে র্যাবের যৌথ অভিযানিক দল মুন্সীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার রুহুল আমিন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার বেতকা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
র্যাব জানায়, ২৮ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী রুহুল আমিন বাসার ময়লা-আবর্জনা পরিষ্কারের কথা বলে শিশুটিকে তার রুমে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যান তিনি। বিষয়টি জানাজানি হলে স্থানীদের সহযোগিতায় ঘটনার ১০ দিন পর টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা থেকে রুহুল আমিনকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব সদস্যরা আসামি রুহুল আমিনকে হস্তান্তরের পর আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গীতে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
