Daily Gazipur Online

টঙ্গীতে শীতার্তদের মাঝে স্ট্যান্ডার্ড ব্যাংকের কম্বল বিতরণ

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী পাইলট স্কুল মাঠে দারিদ্র শীতার্ত মানুষদের মাঝে শুক্রবার সকালে কম্বল বিতরণ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক টঙ্গী চেরাগআলী মার্কেট শাখা। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক কমিশনার আবুল হোসেন, কাউন্সিলর কেয়া শারমিন, ব্যাংকের শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম মানিক, জসিম উদ্দিন সিকদার এবং সাংবাদিক নূরুল ইসলাম। বক্তারা বলেন, এবারই প্রথম টঙ্গী পাইলট স্কুল মাঠে টঙ্গীর স্ট্যান্ডার্ড ব্যাংকের শাখা দারিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। ব্যাংকের এ সহায়তায় স্থানীয় দারিদ্র মানুষ শীতের প্রকোপ থেকে কিছুটা হলেও রক্ষা পাবে। সভায় টঙ্গী স্ট্যান্ডার্ড ব্যাংকের মতো এমনিভাবে স্বচ্ছল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দারিদ্র ও শীতার্ত মানুষের সেবায় এগিয়ে আসার আহবান জানানো হয়।

Print Friendly, PDF & Email