টঙ্গীতে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণায় দিনব্যাপী কর্মবিরতি

0
42
ফাইল ফটো
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দেওয়ায় গাজীপুরের টঙ্গীতে দিনব্যাপী কর্মবিরতি ও বিক্ষোভ করেছে বেলীসিমা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা। গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর বিসিক এলাকার উক্ত কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানা কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার বিভিন্ন পদে থাকা তাদের আট শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়। এরপর কারফিউ জারি হলে কারখানাটিতে ছুটি ঘোষণা করা হয়। গতকাল বুধবার কারখানা খোলার ঘোষণা পেয়ে কাজে যোগ দেন তারা। পরে সকাল ৯টার দিকে ওই আট শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণার প্রতিবাদে কারখানা প্রধান ফটকে অবস্থান বিক্ষুব্ধ শ্রমিকেরা। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের কারখানার ভেতরে অবস্থান নিতে অনুরোধ জানায়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানায় ফিরে এসে দিনভর কর্মবিরতি পালন করে। পরে শ্রমিকেরা বিকেল ৫টার দিকে কারখানা ছেড়ে চলে যায়।
তবে এ ঘটনায় বেলীসিমা অ্যাপারেলস লিমিটেড কারখানার কোনো কর্মকর্তা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. সাইফুল আলম বলেন, কয়েকটি অভিযোগ এনে কারখানা কর্তৃপক্ষ ওই আটজন শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। এতে অন্যান্য শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে উঠে দিনব্যাপী কর্মবিরতি পালন করেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here