অলিদুর রহমান অলি: স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে টঙ্গী সরকারি হাসপাতালের নাম পরিবর্তন করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের নামকরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে টঙ্গীর স্টেশন রোড হাসপাতালের সামনে টঙ্গী বাসির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তৃতা বলেন, শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের নাম পরিবর্তন করে ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল করার দাবি জানান।
সাবেক বিএনপির নেতা নূরুল ইসলাম সরকারের ছেলে গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র পদ প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনির নির্দেশনায় উপস্থিত ছিলেন ৫৬ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি শেখ মো মানিক, মিঠুন, মফিজ, সালাহউদ্দিন সরদার, রফিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আগে এই হাসপাতালের নাম ছিল টঙ্গী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। পরে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাঁর বাবা সাবেক সাংসদ আহসান উল্লাহ মাস্টারের নামে হাসপাতালের নামকরণ করেন। আজ টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক লোকজন হাসপাতালের নাম পরিবর্তন করার দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন। মানববন্ধন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।