

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা। টঙ্গীর এরশাদ নগরে আজ বুধবার এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ৩টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, টঙ্গীর খাঁপাড়া রোডে অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেডে দেড় হাজার শ্রমিক কাজ করেন। বুধবার সকাল সাড়ে ৯টায় সময় মার্চ/২৫ মাসের ২০ দিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে ৪০০/৪৫০ জন শ্রমিক ফ্যাক্টরি সামনে একত্রিত হন। সকাল ১০টার দিকে শ্রমিকরা এরশাদনগর এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে পৌনে ১১টার দিকে শিল্প পুলিশ ৩টি সাউন্ড গ্রেনেড এবং দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
এ সময় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাশের গলিতে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চেষ্টায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হলে বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ৩টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এখন মহাসড়ক স্বাভাবিক।
