টঙ্গীতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পুলিশ

0
4
ফাইল ছবি
ফাইল ছবি
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা। টঙ্গীর এরশাদ নগরে আজ বুধবার এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ৩টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, টঙ্গীর খাঁপাড়া রোডে অবস্থিত সিজন্স ড্রেসেস লিমিটেডে দেড় হাজার শ্রমিক কাজ করেন। বুধবার সকাল সাড়ে ৯টায় সময় মার্চ/২৫ মাসের ২০ দিনের বকেয়া বেতন পরিশোধের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে ৪০০/৪৫০ জন শ্রমিক ফ্যাক্টরি সামনে একত্রিত হন। সকাল ১০টার দিকে শ্রমিকরা এরশাদনগর এশিয়া পাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে পৌনে ১১টার দিকে শিল্প পুলিশ ৩টি সাউন্ড গ্রেনেড এবং দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ও জলকামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।
এ সময় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আশপাশের গলিতে বিচ্ছিন্নভাবে অবস্থান করে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর চেষ্টায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হলে বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ৩টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। এখন মহাসড়ক স্বাভাবিক।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here