Daily Gazipur Online

টঙ্গীতে সাবেক সেনা কর্মর্তার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে বৃহস্পতিবার দিনদুপুরে এক সাবেক সেনা কর্মর্তার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ ৬ লাক্ষ ৬০ হাজার ও ৪ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিপত্র লুট করে নিয়ে যায়।
সেনা কর্মকর্তা আব্দুল লতিফ জানায়, দুপুর ৩টার সময় টঙ্গী পূর্ব থানার ১০০গজ দূরে নূরুল ইসলাম মিয়ার বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে টঙ্গী থানা পুলিশ পরিচয় দিয়ে কলিং বেইল টিপে ঘরে প্রবেশ করে। ৪ জনের একটি ডাকাতদল ঘরে প্রবেশ করে আমার ছেলে মিরাজকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত, পা এবং মুখ বেঁধে ঘরে থাকা ৬ লাখ ৬০ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ ও ১টি কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে।
তিনি আরো বলেন, আমি ঘরে প্রবেশ করে দেখি আমার ছেলের হাত, পা ও মুখ বেঁধে রাখা হয়েছে। তখনই আমি বুঝতে পেরেছি যে ঘরে ডাকাতি সংঘটিত হয়েছে। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশকে বিষয়টি জানাই। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন শেখ খবর পেয়ে ঘনাস্থল পরিদর্শন করে।
এব্যাপারে টঙ্গী থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি ডাকাতি নয় হতে পারে চুরি। তিনি আরো জানান, ৪ জনের অধিক হলে ডাকাতির সংঘটিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনা কর্মকর্তা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।