

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ মঙ্গলবার কারিতাস উদ্যম প্রকল্পের টঙ্গী অফিসের উদ্যোগে কর্মএলাকায় দরিদ্র, অসহায় প্রবীণ, প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এই উদ্যোগটি কমিউনিটির দাতা, উন্নয়ন মিত্র ও স্থানীয় যুবকদের আর্থিক সহায়তায় সম্পন্ন হয়। এই মহতী উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়।
সকাল ১০টা বাজতেই কারিতাস উদ্যম প্রকল্পের টঙ্গী অফিস প্রাঙ্গণ মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠে। সুবিধাভোগীরা আগেভাগেই নির্ধারিত স্থানে এসে জড়ো হন। এক এক করে সকল সুবিধাভোগীকে তালিকা অনুযায়ী ঈদ সামগ্রী প্রদান করা হয়। প্রকল্পের কর্মকর্তা, নারী নেত্রী এবং উন্নয়মিত্র প্রতিটি উপকারভোগীর হাতে সামগ্রী তুলে দিয়ে তাদের সাথে কথা বলেন, তাদের দৈনন্দিন জীবনযাত্রার চ্যালেঞ্জ সম্পর্কে জানার চেষ্টা করেন এবং উৎসাহ দেন।
ঈদের উৎসবকে আনন্দময় করতে সুবিধাভোগীদের প্রত্যেকের মাঝে নিম্নলিখিত সামগ্রী বিতরণ করা হয়:১ কেজি পোলাওর চাল, ১ লিটার তেল,১ কেজি চিনি, ১ কেজি বনফুল সেমাই, ১ প্যাকেট ৭৫ গ্রাম গুড়ো দুধ। এই খাদ্য সামগ্রী পেয়ে সুবিধাভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে বলেন, এই সহায়তা তাদের ঈদ উদযাপনকে সহজ ও আনন্দময় করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিতাস উদ্যম প্রকল্পের কর্মী, স্থানীয় নারী নেত্রী, কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। তারা তাদের বক্তব্যে কারিতাসের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে স্থানীয় যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তারা সমাজ পরিবর্তনের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
কারিতাস উদ্যম প্রকল্পের কর্মকর্তারা সুবিধাভোগীদের সাথে কথা বলে তাদের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন। তারা জানান, এই ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।
এই উদ্যোগ বাস্তবায়নে কমিউনিটির দাতা ও যুবকদের সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তারা আর্থিক ও স্বেচ্ছাসেবী সহায়তা দিয়ে এই উদ্যোগকে সফল করেছেন। স্থানীয় দাতারা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব, আর এই আয়োজন সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এই সহযোগিতা তাদের জীবনের এক বিরাট সহায়তা হিসেবে কাজ করবে। অনেক বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি জানান, তাদের পরিবারের জন্য এটি এক আশীর্বাদস্বরূপ।
এই আয়োজন কারিতাস উদ্যম প্রকল্পের টঙ্গী অফিসের মানবিক সহায়তা কার্যক্রমের একটি উৎকৃষ্ট উদাহরণ এবং এটি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য প্রয়াস। ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি আরও বড় পরিসরে পরিচালনার জন্য কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। এই উদ্যোগে যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কারিতাস উদ্যম প্রকল্প কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আগামীতেও এই ধরণের মহতী কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করে।
