

অলিদুর রহমান অলি : গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জীব কুমার মল্লিক বাবুর সভাপতিত্বে এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান মোঃ বিল্লাল হোসেনের পরিচালনায় র্যালি পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি হাজী নুর মোহাম্মদ মামুন, আব্দুর রশিদ ভূইয়া, রোটারিয়ান মোয়াজ্জেম হোসেন, জাহিদুল কবির আনোয়ার, ইমান হোসেন, শাহিন হোসাইন, ইব্রাহিম চৌধুরী, সদস্য মামুনুর রশিদ মামুন মোল্লা, শামীম ইসতিয়াক, আসিফ ইকবাল, আমির হোসেন লিটন, হুমায়ুন কবির বাপ্পি, গাছা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম শফিক, লিটন প্রধান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা হুমায়ন কবির বাপ্পী, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা হাজী হাসান উদ্দিন প্রমুখ। আলোচনা সভার শেষে র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। পরে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবগ লীগের সাধারণ সম্পাদক রোটারিয়ান বিল্লাল হোসেনের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
