

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গাজীপুর মহানগরীর ৫৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব ও পশ্চিম থানায় পৃথক দুইটি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় একটি ও কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
সোমবার বিকালে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম।
ওসি বলেন, গত কয়েক মাস যাবত প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুজিবুর রহমান। তার বিরুদ্ধে রাজধানী উত্তরাসহ গাজীপুর মহানগরীর একটি থানা ও জেলা পুলিশের একটি থানায় হত্যা মামলা রয়েছে। তাকে গ্রেফতার শেষে গাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গাছা থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
