

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন হাতিম গ্রুপ ফ্যাক্টরির ভেতর থেকে অজ্ঞাত(৩৫) বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে মৃত ব্যাক্তির মাথায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার সকালে হাতিম গ্রুপ ফ্যাক্টরির ভেতরের জিআই সেকশনের পশ্চিমে ফ্লোর এ এঘটনাটি ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত ব্যাক্তির পরনে কালো সাদা চেকের একটি সট পেন্ট রয়েছে। পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম (পিপিএম) জানায়, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় সনাক্ত কার সম্ভব হয়নি। ময়নাতদন্ত রির্পোট পেলে তদন্ত সার্পেকে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
