টঙ্গীতে হিন্দু সম্প্রদায়ের শ্মশানের সীমানা নির্ধারণ ও জমি উদ্ধার

0
232
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: দীর্ঘদিনের হিন্দু সম্প্রদায়ের দাবির প্রেক্ষিতে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের হস্তক্ষেপে টঙ্গীর মিত্তি বাড়ী এলাকার মরা পুকুর পাড়ের মহা শ্মশানের সীমানা নির্ধারন ও বেহাত জমি উদ্ধার করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৩জন এবং বেসরকারী ২জন সার্ভেয়ারের সমন্বয়ের এ কার্যক্রম সম্পাদিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, সংরক্ষিত কাউন্সিলর রাখী সরকার, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, প্রকৌশলী প্রহল্লাদ সাহা, সুকুমার সরকার, জিতেন্দ্র বাবু, অমল চন্দ্র ঘোষ, মিত্তিবাড়ী পরিবারের পক্ষে সুকুমার দে সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গাজীপুর ও টঙ্গী, হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদ, মিত্তিবাড়ী মহা শ্মশান উদ্ধার ও সংস্কার কোর কমিটি, ৫৪নং ওয়ার্ড পূজা উদযাপন পরিষদের প্রায় তিনশতাধিক হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। ১৯৫০ সালে অমূল্য কুমার মিত্র ও বিরেন্দ্র কুমার মিত্র ৮৯শতাংশ জমি মিত্তিবাড়ী মহাশ্মশানের জন্য দান করেন। সীমানা প্রাচীর না থাকায় শ্মশানের জমি বেদখল হয়ে যাচ্ছিল । হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার সকলকে নিয়ে শ্মশানের সিমানা নির্ধারন ও বেহাত জমি উদ্ধার করে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here