অলিদুর রহমান অলি,গাজীপুরঃ টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ১১০ পুড়িয়া (১১ গ্রাম) হেরোইনসহ রিপন মিয়া(২২)নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে টঙ্গীর দক্ষিণ আরিচপুরস্থ পিমকী গার্মেন্টস এর মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, শেরপুর জেলার শ্রীবর্দী থানার ঝগড়ারচর গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন যাবত হাজী মাজার বস্তি এলাকায় বসবাস করে মাদক ব্যবসা করতেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানান, শুক্রবার রাতে টঙ্গীর দক্ষিণ আরিচপুরস্থ পিমকী গার্মেন্টস এর মোড়ে মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ১১০ পুড়িয়া হেরোইনসহ রিপন মিয়াকে গ্রেফতার করা হয়।
ওসি আরো বলেন, জিজ্ঞাসাবাদে আসামী জানান, আরশেদ আলী(১৯)নামের একজন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ক্রয় করে খুচরা ও পাইকারি বিক্রি করে থাকে রিপন। পালাতক উক্ত আসমীকে গ্রেফতারের অভিযান অব্যহত আছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
টঙ্গীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
