
ডেইলি গাজীপুর প্রতিবেদক: লক্ষাধিক মুসল্লির অংশগ্রহণের মাধ্যমে গাজীপুরের টঙ্গী থানা মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে ৩দিনব্যাপী ৪র্থ বার্ষিক ঐতিহাসিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজ শুক্রবার বাদ আছর থেকে স্থানীয় নদী বন্দর মাঠে শুরু হয়েছে।
সাবেক টঙ্গী পৌরসভার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহা. জয়নাল আবেদিনের সভাপতিত্বে আজ শুক্রবার ৮ মার্চ উদ্বোধনী দিনে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মুহাম্মাদ আবুল খায়ের সাহেবজাদা পীর সাহেব চরমোনাই (দা.বা.)। অন্যান্যের মধ্যে ওয়াজ করেন মাওলানা হাফিজুর রহমান ছিদ্দীক (কুয়াকাটা) মুহতামিম জামেয়া তালীমিয়া মাদরাসা ঢাকা, মুফতি মুহাম্মাদ জিহাদুল ইসলাম খতিব মিরাশপাড়া জাবালে নূর জামে মসজিদ টঙ্গী, মুফতি মিজানুর রহমান ফয়েজী মুহতামিম জামিয়াতুল এহসান কারিমিয়া টঙ্গী। মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ইন্তেজামিয়া কমিটির আহবায়ক আলহাজ্ব মুহা. ইসমাইল হোসেন বাবু, যুগ্ম-আহবায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার, মুহা.শাহ্ আলম বি.এ ও সদস্য সচিব আলহাজ্ব মিজানুর রহমান মিজান প্রমুখ।
দ্বিতীয় দিন ৯মার্চ শনিবার টঙ্গী থানা মুজাহিদ কমিটির সাবেক সদস্য মুহাম্মাদ জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম শায়খে চরমোনাই। অন্যান্যের মধ্যে ওয়াজ করবেন আল্লামা মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা মাওলানা মুহা.ইউনুস আহমদ, আল্লামা মাওলানা হাবিবুর রহমান মিয়াজী।
তৃতীয় দিন ১০মার্চ রোববার গাজীপুর জেলা মুজাহিদ কমিটির সদস্য আলহাজ্ব মুহা.আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম।অন্যান্যের মধ্যে ওয়াজ করবেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, মাওলানা শরিফুজ্জামান রাজিবপুরী, মাওলানা মুহা.আবু হানিফ সিদ্দিকী প্রমুখ আলেম দ্বীন।
