ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী পূর্ব থানা পুলিশ শুক্রবার রাতে স্থানীয় মাছিমপুর এলাকা থেকে ভুয়া র্যাব পরিচয় দিয়ে অপরাধমূলক কর্মকান্ড করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ১।রেজাউল করিম (৪২), পিতা- মৃত মুজিবর রহমান, মাতা- রোকেয়া খাতুন, সাং-সুজানর, ০১ নং ওয়ার্ড হাটপাড়া ,থানা- সুজানগর, জেলা-পাবনা। ২। সোহাগ(৩০), পিতা-মৃত মোসলেম, মাতা-রহিমা বেগম, সাং-কালিয়াবর, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর এ/পি- মাছিমপুর মান্নান স্যার এর বাড়ির ভাড়াটিয়া, থানা-টঙ্গী পূর্ব জিএমপি গাজীপুর।৩। মোঃ শাহরিয়ার আবির (২৫), পিতা-আজাদ রহমান রজব, মাতা-রেশমা আক্তার বৃষ্টি, সাং-নারায়নপুর, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা, এ/পি-মাছিমপুর ইমন এর বাড়ির ভাড়াটিয়া, থান-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর। পুলিশ এ সময় তাদের কাছ থেকে ১ টি ওয়াকিটকি, ১ জোড়া হ্যান্ডকাপ, ১ টি র্যাবের ভুয়া আইডি কার্ড, ১ টি ভুয়া এনআইডি কার্ডের ফটোকপি, ১ টি স্মার্ট মোবাইল ও ১ টি বাটন মোবাইল সেট, ১ টি খয়েরী রংয়ের ছোট অফিসায়ল ব্যাগ, ১টি মনিটর, ১ টি সিপিও, ১ টি প্রিন্টার মেশিন উদ্ধার করেছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পুর্ব থানা অফিসার ইন চার্জ আশরাফুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ মাছিমপুর এলাকার জনৈক নাজুমিয়ার টিনসেড বাড়িতে অভিষান চালিয়ে আসামীদের গ্রেপ্তার ও উল্লোখিত মালামাল উদ্ধার করেছে। পুলিশ আরো জানায়, উক্ত আসামীগণ দীর্ঘদিন যাবৎ টঙ্গী পূর্ব থানা এলাকা সহ আশপাশ এলাকায় পরষ্পর যোগসাজসে প্রতারণামূলকভাবে নিজেদের পরিচয় গোপন রেখে সরকারী প্রতীক ব্যবহার করে প্রতারণার উদ্দেশ্যে ভুয়া র্যাব আইডি ও এনআইডি তৈরী করিয়া ভুয়া র্যাব পরিচয় দিয়ে অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী থানার অফিসার ইন চার্জ আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টঙ্গী থানায় মামলা হয়েছে।